নালিতাবাড়ী (শেরপুর) : করোনা পরিস্থিতির কারণে সরকারী বিধি-নিষেধ অমান্য করে বিকেল চারটার পর ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও মাস্ক না পড়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৭ জুন) বিকেলে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস নালিতাবাড়ী শহরে এ আদালত পরিচালনা করেন। এসময় সর্বমোট ১৪ হাজার ২শ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়াও রাতে শহরের চুরিমালা পট্টিতে অবৈধ দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় জনদূর্ভোগ কমাতে ওই গলির দুইপাশে থাকা ব্যবসা প্রতিষ্ঠানসমূহ কর্তৃক দখলকৃত রাস্তা উদ্ধার করা হয়। অবৈধ দখল উচ্ছেদ অভিযানে পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক অংশ নেন। এছাড়াও পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন।