ঝিনাইগাতী (শেরপুর) : “বয়স হলে চার শিখতে হবে সাঁতার, সাপে কামড়ালে ওঝা নয়, বেদে নয় হাসপাতালেই চিকিৎসা হয়” শীর্ষক সচেতনা মূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের ঝিনাইগাতিতে।
বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড (একটি ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিজ্ঞাপনী সংস্থা) এর সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয় ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেছ নাঈম, আবাসিক মেডিকেল কর্মকর্তা মাজেদুর রহমান, জেলা স্বাস্থ্য বিষয়ক কর্মকর্ত একেএম ফজলুল হক, চিকিৎস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঝিনাইগাতী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, সাংবাদিক মাসুদ হাছান বাদল, মোহাম্মদ দুদু মল্লিক প্রমুখ।
– মোহাম্মদ দুদু মল্লিক