আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে সোমবার (২২ জুন) নেদারল্যান্ডসে কোনো মৃত্যু হয়নি। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৯ জন। এমনটাই জানিয়েছে দেশটির স্বাস্থ্য কতৃপক্ষ। খবর আল জাজিরার।
৬ মার্চ দেশটিতে করোনায় প্রথম মৃত্যু হয়েছিল। ১০৯ দিনের মাথায় এই প্রথম মৃত্যুহীন দিন দেখলো ডাচরা। এ বিষয়ে জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আজ (সোমবার) কোনো মৃত্যুর প্রতিবেদন পাইনি আমরা।
নেদারল্যান্ডসে এ পর্যন্ত ৪৯ হাজার ৬৫৮ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৯০ জন।