
মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ১০ ইঞ্চি জায়গার জন্য প্রকাশ্যে দিবালোকে বড় ভাই, চাচাত ভাই ও ভাতিজারা মিলে হানিফ আলী (৫০) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) উপজেলার আঠালিয়া গ্রামে ৪টার এ ঘটনা ঘটে।
নিহত হানিফ আলী ইউনিয়নের আঠালিয়া গ্রামের ইলা বেপারীর ছেলে। তিনি কণ্ঠশিল্পী সাবেক এমপি মমতাজ বেগম ও মমতাজ চক্ষু হাসপাতালের গাড়ির ড্রাইভার ছিলেন। অপরদিকে বড় ভাই বাচ্চু মিয়া ছিলেন মন্ত্রণালয়ের সচিবের ড্রাইভার ছিলেন। তবে তিনি বর্তমানে অবসরপ্রাপ্ত।
এলাকাবাসী জানান, জমি সংক্রান্ত ব্যাপারে বড় ভাই বাচ্চু মিয়া ও চাচাত ভাই মিনহাজের সঙ্গে নিহত হানিফের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় শনিবার সকালে সালিশও হয়েছে। বিকেল ৪টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে তার বড় ভাই বাচ্চু ও তার মেয়ের জামাই মোশারফ এবং চাচাত ভাই মিনহাজ ও তার ছেলেরা সেন্টু ও জাহাঙ্গীর গংরা দা, কাতরা ও টেটা দিয়ে হানিফকে আঘাত করলে নিজ বাড়িতেই তিনি মারা যান।
হানিফের স্ত্রী বলেন, আমি আমার স্বামীর খুনি ভাসুর বাচ্চুর ফাঁসি চাই। তা না হলে আমাকে আমার দুই মেয়ে ও ছোট এক ছেলে সন্তান রয়েছে তাদেরও মেরে ফেলবে।
নিহতের মেয়ে বলেন, মাত্র ১০ ইঞ্চি জায়গার জন্য আমার চাচা বাচ্চু অনেক দিন ধরেই পরিকল্পনা করছে, আজকে বাড়িতে একা পেয়ে লোকজন ভাড়া করে টেঁটা দিয়ে আমার সামনেই বাবাকে হত্যা করে। অথচ তিনি ঐ জমি পাবেন না। আমি বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।
এলাকাবাসী জানান, ছোট ভাই হানিফকে খুন করার আগে ভাড়া করা লোকদের জন্য দুই ডেকচি খিচুরির আয়োজন করেন বড় ভাই বাচ্চু।
সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত হত্যার সঙ্গে জড়িতদের গ্রামবাসী ও পুলিশ ঘরে আটকে রেখেছেন। উত্তেজিত জনতা আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। হত্যাকাণ্ড ঘিরে এলাকায় থম থম বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। নিহতের লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
থানার অফিসার ইনচার্জ তৌফিক আজম বলেন, ঘটনাস্থলে এখনও আছি। নিহতের বড় ভাই বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে। যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।