1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, সহকারী প্রক্টরসহ আহত ১২ কৃষি অফিসারের উপর হামলার প্রতিবাদে শ্রীবরদীতে কৃষি অফিসের কলম বিরতি বান্দরবানে ২৫০ শয্যার হাসপাতাল ভবন পাঁচ বছর ধরে অচল অবৈধ স্থাপনা নিয়ে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি আ.লীগের বিরুদ্ধে সমস্ত মামলা আমরা তুলে নেব : মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আমির হাসিনার কাছে থাকা বিপুল টাকা দিয়েই পিআর সাক্ষাৎকার প্রচার হচ্ছে: প্রেস সচিব ভোট হলে তোমাদের অস্তিত্ব থাকবে না, জামায়াতকে মির্জা ফখরুল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ আরও বাড়ল অবৈধ অস্ত্র তৈরির কারখানায় যৌথ অভিযান, পাওয়া গেল বিপুল সরঞ্জাম

সুন্দরবনে মুক্তিপনের দাবিতে ৫ জেলে অপহরণ: মুক্তিপণে ৩ জেলে মুক্ত, জিম্মি ২ জেলে

  • আপডেট টাইম :: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নইন আবু নাঈম তালুকদার, শরণখোলা (বাগেরহাট) : সুন্দরবনে মাছ ধরতে যাওযা বাগেরহাটের শরণখোলার পাঁচ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে বনদস্যু শরীফ বাহিনী। এদের মধ্যে মুক্তিপণ দিয়ে শুক্রবার (৩ অক্টোবর) রাতে বাড়ি ফিরেছেন তিন জেলে। এখনো দুই জেলে জিম্মি রয়েছেন দস্যুদের হাতে। জিম্মি দুই জেলের মুক্তিপণ হিসেবে দাবি করা হয়েছে এক লাখ ২০ হাজার টাকা। দরিদ্র জেলে পরিবারের পক্ষে এতো টাকা জোগাড় করা সম্ভব নয়। যে কারণে তাদেরকে মুক্ত করাও সম্ভব হচ্ছে না। উৎকণ্ঠায় রয়েছেন জিম্মি জেলেদের স্বজনরা।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের তেঁতুলবাড়িয়া ও হয়লাতলা এলাকা থেকে তাদেরকে অপহরণ করে বনদস্যু শরীফ বাহিনী। এসময় জেলেদের আহরতি মাছও লুটে নেয় দুস্যুরা।

জিম্মি থাকা জেলেরা হলেন- শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের সেলিম মল্লিকের ছেলে সাদ্দাম হোসেন ও আনোয়ার হাওলাদারের ছেলে রাকিব। মুক্তিপণ দিয়ে ফেরা জেলেরা হলেন একই গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম, হাসেম হাওলাদারের ছেলে ইসমাইল এবং ছবদার তালুকদারের ছেলে বাদল। এসব জেলেদের পরিবার ও মহাজনরা কেউ ২০ হাজার কেউ ৩০ হাজার টাকা মুক্তিপণ দিয়েছেন বলে জানা গেছে।

এদিকে, সুন্দরবনে নতুন করে দস্যুতা শুরু হওয়ায় আতঙ্কে পড়েছেন বনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরায় নিয়োজিত জেলেরা। অন্যদিকে, কোন জেলেকে আবার কখন দুস্যুরা অপহরণ করে নিয়ে যায়, সারাক্ষণ সেই আতঙ্ক তাড়া করছে ওইসব জেলেদেরে মহাজন ও পরিবারকে। সুন্দরবনকে আবারও দস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

জিম্মিদশা থেকে ফিরে আসা জেলে রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তেঁতুলবাড়িয়া নদীতে মাছ ধরছিলেন। তাদের ৪-৫টি নৌকা কাছাকাছি দূরত্বে থেকে নদীতে জালা ফেলে তারা নৌকায় অবস্থান করছিলেন। রাত অনুমানিক ৯টার দিকে বনদস্যু শরীফ বাহিনীর ৮ জন শসস্ত্র দস্যু ইঞ্জিনবিহীন একটি নৌকায় নিঃশব্দে তাদের জেলেবহরে এসে হানা দেয়। তাদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এসময় অস্ত্রের মুখে তিন জেলেকে তাদের নৌকায় তুলে নেয় দস্যুরা। নৌকায় থাকা মাছও তুলে নিয়ে যায়। যাবার সময় নৌকার অন্য জেলেদের কাছে তাদের মোবাইল নম্বর দিয়ে যায় দস্যুরা। মুক্তিপণ পেয়ে দস্যুরা তাদেরেকে শুক্রবার রাতে অন্য একটি জেলে নৌকায় তাদেরকে তুলে দেয়।

জিম্মি জেলে সাদ্দামের মা মঞ্জু বেগম জানান, দস্যুদের দেওয়া মোবাইল ফোনে কথা বলেছেন সাদ্দামের বাবা। দস্যুদের কাছে এখন সাদ্দাম ও রাকিব জিম্মি রয়েছেন। তাদের ছাড়াতে হলে ১ লাখ ২০ হাজার টাকা দিতে হবে। তারা গরীব মানুষ, এতো টাকা কোথায় পাবেন। তার পরও ৫০ হাজার টাকা দিতে চেয়েছি। কিন্তু তাতে রাজি হয়নি দস্যুরা। মুক্তিপণ দিতে না পারলে দুই জেলের ভাগ্যে কী ঘটবে সেই দুশ্চিন্তায় পড়েছে পরিবার।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মৎস্য ব্যবাসয়ী জানান, দীর্ঘদিন সুন্দরবন শান্ত ছিল। বর্তমানে কয়েকটি দস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। প্রতিনিয়ত জেলেদের অপহরণ করছে। এরই মধ্যে তিন জেলেকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে এনেছেন তারা। একনো দুই জেলে জিম্মি রয়েছেন। সুন্দরবনের মধ্যে জেলেরা আতঙ্কের মধ্যে রয়েছেন। লাখ লাখ টাকা চালান খাটিয়ে মহাজনরাও দুশ্চিন্তায় রয়েছেন। দ্রুত এসব দস্যু বাহিনী নির্মূলে কঠোর অভিযান না করলে আবারও ভয়ঙ্কর হয়ে উঠবে সুন্দরবন।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সূত্রে জানা গেছে, সম্প্রতি সুন্দরবনের বেশ কয়েকটি দস্যু বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। অস্ত্র-গোলাবারুদসহ এসব বাহিনীর কয়েকজন সদস্যকে আটক ও জিম্মি জেলেদের উদ্ধার করা হয়েছে। দস্যুতাসহ সুন্দরবনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com