
বান্দরবান প্রতিনিধি : পাহাড়ি শহর বান্দরবান আজ আলোকিত উৎসবের উচ্ছ্বাসে মুখর। চারদিকে রঙিন আলো, মোমবাতির দীপশিখা আর আনন্দের রঙে ভরে উঠেছে পুরো শহর। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।
সন্ধ্যা নামতেই শহরের রাজগুরু বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে বের হয় বর্ণাঢ্য রথযাত্রা। শিশু-কিশোর, নারী-পুরুষসহ সব বয়সের মানুষ অংশ নেন এই ধর্মীয় শোভাযাত্রায়। কারও হাতে জ্বলে মোমবাতি, কেউ প্রার্থনায় মগ্ন, আবার কেউ পুণ্যের আশায় একাগ্রচিত্তে টানছেন রথ। বিহারজুড়ে এমনই মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে।
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ভিক্ষু ও ভক্তরা একসাথে পালন করেন বিশেষ প্রার্থনা। বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলো জ্বালিয়ে মনেপ্রাণে করেন পূজা। বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন, এই দিনটি আত্মশুদ্ধি, ক্ষমা ও নতুন করে শুরু করার প্রতীক।
রাত নামতেই আকাশ ভরে ওঠে রঙিন ফানুসে। শত শত ফানুস উড়ে আলোকিত করে পাহাড়ি রাতের আকাশ। সেই আলোকছটা যেন অন্ধকারকে পেছনে ফেলে শান্তি ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় সর্বত্র।
বৌদ্ধ ধর্মাবলম্বীরা জানান, প্রাচীনকাল থেকেই বর্ষাবাস (উপোস) শেষে আশ্বিনী পূর্ণিমায় ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাহাড়ের মারমারা প্রবারণা উৎসব পালন করে আসছেন। কথিত আছে, এই দিনে গৌতম বুদ্ধ তাঁর মাথার চুল আকাশে উড়িয়ে দিয়েছিলেন। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভক্তরা শত শত রঙিন ফানুস আকাশে উড়িয়ে বুদ্ধকে উৎসর্গ করেন। ফানুসের আলো যেমন ছড়িয়ে পড়ে আকাশজুড়ে, তেমনি প্রার্থনার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে-এই কামনাতেই সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মাধ্যমে পরিসমাপ্তি ঘটে মারমাদের প্রবারণা উৎসবের।

বিহারে কথা হয় ঐতিহ্যবাহী পোশাক পরা তরুণী সাইন সাইন মারমার সঙ্গে। তিনি বলেন, “প্রবারণা পূর্ণিমা তিথিতে ভগবান বুদ্ধের উদ্দেশ্যে পূজা করতে এসেছি। রাতে ফানুস উড়ানো, পিঠা উৎসব আর রথযাত্রায় অংশ নেওয়া-সবই আমাদের আনন্দের অংশ।”
তরুণ সিংমংউ মারমা বলেন, “প্রবারণা উৎসব একধরনের মিলনমেলায় পরিণত হয়। সারাবছর কাজের ব্যস্ততায় সবাই আলাদা থাকে, কিন্তু এই উৎসব আমাদের এক করে দেয়।”
উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা জানান, এবারের আয়োজনে রয়েছে মঙ্গল রথযাত্রা, হাজার প্রদীপ প্রজ্বলন, পিঠা উৎসব, ফানুস উড়ানো, পঞ্চশীল গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫ অক্টোবর (রবিবার) সন্ধ্যায় ঐতিহ্যবাহী রাজা মাঠে গুরু ভান্তেদের ধর্মদেশনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়েছে। ৭ অক্টোবর সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে মারমাদের ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা পূর্ণিমা উৎসব।
এদিকে উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। তিনি বলেন, “প্রবারণা পূর্ণিমা উৎসবকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে গোয়েন্দা নজরদারি ও সাদা পোশাকের টিম মোতায়েন রয়েছে।”