আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার চেক প্রজাতন্ত্রে একদিনে ১৬৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, এপ্রিলের পর একদিনে দেশটিতেই এটাই সর্বোচ্চ সংক্রমণ। দুই মাসের ছুটি শুরু হতেই আক্রান্তের এই রেকর্ড হলো।
এনিয়ে গত ১০ দিনে চতুর্থবার একদিনে শতাধিক কোভিড-১৯ রোগী পাওয়া গেলো। গত সপ্তাহে কারভিনার পূর্বাঞ্চলে সর্বোচ্চ সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
শুক্রবার ছিল অধিকাংশ শিশু ও শিক্ষার্থীর জন্য স্কুলের শেষ দিন। তাদের পরিবারের সঙ্গে এবার ছুটি কাটানোর সময়। কিন্তু করোনার কারণে ভ্রমণে কড়াকড়ি থাকায় পরিবারের সঙ্গে এবার দেশেই ছুটি কাটাতে হবে।
সংক্রমণ কমতে থাকায় সম্প্রতি বাণিজ্য প্রতিষ্ঠান খুলে দেয় সরকার। এছাড়া পাবও সীমিত সময়ের জন্য চালু হয়। মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে নির্দেশনা দেয় সরকার। গত সোমবার থেকে জনসমাগম ৫০০ জন থেকে এক হাজারে বাড়ানো হয়। বাণিজ্য মেলাকে সবুজ সংকেত দেওয়া হয় এবং পুল, চিড়িয়াখানা, জাদুঘরসহ বিনোদন পার্ক চালু করা হয়।
শনিবার সকাল পর্যন্ত প্রায় ১১ কোটি জনগণের দেশটিতে ১১ হাজার ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৩৪৯ জন।