1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

নালিতাবাড়ীতে সুদের টাকা না পেয়ে বাড়িঘর ভেঙে নিল খতিব ও তার স্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর): সময়মতো সুদে ধার নেওয়া পুরো টাকা পরিশোধ করতে পারেননি গৃহবধূ রিতা বেগম। ঋণের চাপে বাধ্য হয়ে বাড়িঘর ফেলে চলে যান ঢাকায়। এদিকে ফাঁকা বাড়ি পেয়ে পাওনাদার প্রতিবেশি দাদন ব্যবসায়ী সুফিয়া বেগম তার টাকা সুদে-আসলে পুষিয়ে নিতে লোকজন নিয়ে রিতা বেগমের বাড়িঘর ভেঙে, খুঁটি পর্যন্ত উপড়ে ফেলে ঘরে ব্যবহৃত সবকিছু নিয়ে যায়। খবর পেয়ে গৃহবধূ রিতা বেগম ৯৯৯ এ ফোন করেন এবং থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দাদন ব্যবসায়ী সুফিয়া বেগমসহ ৪ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গত বুধবার (৮ অক্টোবর) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের জামিরাকান্দা রাবারড্যাম রোড এলাকায় এ ঘটনা ঘটে। দাদন ব্যবসায়ী সুফিয়া বেগম ওই গ্রামের আমানুল্লাহ মুন্সীর স্ত্রী। আমানুল্লাহ একই উপজেলার পাঁচগাঁও গ্রামের একটি মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। গ্রেফতারকৃত অন্যরা হলো- জামিরাকান্দা গ্রামের খাদিজা বেগম (২৬), বাবুল মিয়া (২১) ও নয়ন মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী গৃহবধূ রিতা বেগম প্রতিবেশি আমানুল্লাহ মুন্সির স্ত্রীর কাছ থেকে মাসিক ১০ টাকা হারে সুদে এক লাখ টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর নিয়মিত সুদের টাকা পরিশোধের পাশাপাশি আসল হতে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। এরপরও দাদন ব্যবসায়ী সুফিয়া বেগম ভুক্তভোগী রিতা বেগমের কাছে প্রতিমাসে ১০ হাজার টাকা সুদ দাবি করছিলেন।

এদিকে ঋণগ্রস্ত রিতা বেগম টাকা জোগাড় করতে ঢাকায় থাকা স্বামী-সন্তানের কাছে গেলে সুযোগ বুঝে আমানুল্লাহ মুন্সি, তার স্ত্রী সুফিয়া এবং অপর সহযোগীরা রিতার বসতবাড়িতে গিয়ে বাড়িঘর ভেঙে নিয়ে যায়। এসময় তারা শ্রমিক ভাড়া করে ঘরের টিন, কাঠ, খুঁটি, নলকূপ এমনকি রান্নাঘর পর্যন্ত খুলে নিয়ে যায়। খবর পেয়ে রিতা বেগম জরুরি সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।

এদিকে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব রিতা বেগম এখন মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় দাদন ব্যবসায়ী আমানুল্লাহ মুন্সী ও তার স্ত্রী সুফিয়া বেগমের কঠোর শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, এই ঘটনায় মামলা দায়ের করে তাৎক্ষনিক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com