
মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়াল, বানর, বিড়াল, কুকুর ও পোকাসহ বিভিন্ন প্রাণির কামড়ে একরাতেই অন্তত ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন, কালীঘাট ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। আহতের অনেকেই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জুবায়ের জানান, বিভিন্ন প্রাণির কামড়ে আহত হয়ে এসব এলাকা থেকে গত রাতে মোট ২৩ চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্যে আশিদ্রোন ইউনিয়নের ১০ জন ও কালীঘাট ইউনিয়নের দুই জনকে শিয়াল কামড় দিয়েছে। এছাড়া ঢাকার আশুলিয়া থেকে আসা এক পর্যটককে বানর কামড় দেয়। পাশাপাশি সাত জনকে বিড়াল, দুই জনকে কুকুর এবং এক জনকে পোকা কামড় দিয়েছে। আহতদের সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে তারা বাড়িতে ফিরে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, ফটকি ও রামনগর গ্রাম এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে একটি শিয়াল অস্বাভাবিক আচরণ করে হাঁটতে থাকা লোকজনের ওপর হামলা করে। এ সময় শিয়ালটি দ্রুত ছুটে এসে পথচারীদের পা ও হাঁটুর নিচে কামড় দেয়। কেউ প্রতিরোধের চেষ্টা করলে শিয়ালটির সঙ্গে ধস্তাধস্তিও হয়। পরে শিয়ালটি পালিয়ে যায়।
আহত মামুন বলেন, কাজ শেষে বাড়ি ফিরছিলাম। হঠাৎ একটি শিয়াল আমাকে কামড় দিয়ে বসে। পরে আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিনথিয়া তাসমিন বলেন, আমরা সব আহত রোগীদের দ্রুত চিকিৎসা দিয়েছি। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণে রেখেছি। তবে প্রাণির কামড়ের এসব ঘটনায় স্থানীয়দেরও সতর্ক থাকা প্রয়োজন।