
বান্দরবান প্রতিনিধি :বান্দরবানে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব মহাপিণ্ড দান অনুষ্ঠান। বুধবার (৫ নভেম্বর) সকালে জেলা শহরের রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য পিণ্ড চারণ শোভাযাত্রা। এতে তিন পার্বত্য জেলার বিভিন্ন বিহার থেকে আগত প্রায় চার শতাধিক ভিক্ষু অংশ নেন। তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিণ্ড দান গ্রহণ করেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, তিন মাসব্যাপী বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উৎসব পালিত হয়। এরপর মাসব্যাপী দেশের বিভিন্ন বৌদ্ধ বিহারে চলে কঠিন চীবর দান উৎসব। এর সমাপ্তিতে আয়োজন করা হয় মহাপিণ্ড দান অনুষ্ঠান- যা বৌদ্ধ ধর্মীয় জীবনে বিশেষ পুণ্যলাভের সুযোগ হিসেবে বিবেচিত।

পিণ্ড দানের সময় শহরের বিভিন্ন স্থানে প্যান্ডেল সাজিয়ে দাঁড়িয়ে ছিলেন নারী, পুরুষ, শিশু ও কিশোর-কিশোরীরা। তারা পুণ্য অর্জনের আশায় ভিক্ষুদের পিণ্ডে চাউল, ফল, মোমবাতি, পূজা সামগ্রী ও নগদ অর্থ দান করেন।অংশগ্রহণকারী নিনিপ্রু মার্মা বলেন, বছরে একবার এই পিণ্ড দান অনুষ্ঠান হয়। কঠিন চীবর দান শেষে সবাই স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন। যার যেমন সামর্থ্য, সে অনুযায়ী দান করে থাকেন।
অংশগ্রহণকারী অংমেসিং মার্মা বলেন, প্রতি বছর এই মহাপিণ্ড দান উৎসবের জন্য আমি অপেক্ষা করি। শত শত ভিক্ষুর পুণ্যলাভের আশায় নিজ হাতে চাউল ও মোমবাতি দান করেছি। এটি শুধু দান নয়, আমাদের সম্প্রদায়ের মিলনমেলা।

দিনব্যাপী দানোৎসব শেষে সন্ধ্যায় রাজগুরু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা, জল ধালা, হাজার প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন। এসব ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের মহাপিণ্ড দান উৎসব।
কথিত আছে, গৌতম বুদ্ধ খালি পায়ে হেঁটে বিভিন্ন বৌদ্ধ পল্লীতে আহার সংগ্রহ করতেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় শতাব্দীর পর শতাব্দী ধরে বান্দরবানের বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করে আসছেন এই মহাপিণ্ড দান অনুষ্ঠান।