
বান্দরবান প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক আসিফ আকবর বলেছেন, “আমি বান্দরবানে এসেছি এখানকার বাস্তব চিত্র বোঝার জন্য। তিন পার্বত্য জেলা- বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি ক্রীড়ার শক্তির আধার। এই শক্তিকে কাজে লাগাতে পারলে দেশের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে।”
তিনি আরও বলেন, “পাহাড়ে অসংখ্য প্রতিভাবান তরুণ রয়েছে। তাদের সঠিকভাবে গড়ে তুলতে পারলে জাতীয় পর্যায়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব।”
বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে বান্দরবান জেলা স্টেডিয়ামে মাঠের সার্বিক অবস্থা, সুযোগ-সুবিধা ও খেলোয়াড়দের অনুশীলন পরিবেশ সরেজমিনে পরিদর্শনকালে এসব কথা বলেন বিসিবি পরিচালক।

আসিফ আকবর বলেন, “এখানে কোচের সংকট রয়েছে, পর্যাপ্ত লজিস্টিক সাপোর্টেরও অভাব। তবে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতেই আমি এসেছি। বিসিবি স্থানীয় পর্যায়ে কোচ নিয়োগ, প্রশিক্ষণ সুবিধা ও অবকাঠামো উন্নয়নে কাজ করবে।”
তিনি পাহাড়ি অঞ্চলের তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে আনতে বিসিবির বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “বান্দরবানসহ পার্বত্য জেলাগুলো থেকে জাতীয় দলে খেলোয়াড় উঠে আসবে এবং দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে।”
পরিদর্শনকালে বিসিবি পরিচালক স্থানীয় ক্রীড়াবিদ, সংগঠক, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে বান্দরবানের ক্রীড়ার উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। পরে সম্মিলিত ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আসিফ আকবরকে ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের ক্রীড়া কর্মকর্তাবৃন্দ, বান্দরবান জেলা সম্মিলিত ক্রীড়া পরিষদের সভাপতি আজাহারুল বাবুল, সহ-সভাপতি এসিংপ্রু লুবু, স্থানীয় কোচ, খেলোয়াড় ও গণমাধ্যমকর্মীরা।