আন্তর্জাতিক ডেস্ক : ‘হার্ড ইমিউনিটি’ অর্থাৎ কোনও একটি জনগোষ্ঠীর মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী ক্ষমতা গড়ে ওঠার ভাবনাকে আসলে ‘কাল্পনিক ধারণা’ বললেন দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা। তাদের উদ্ধৃতি দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
দেশীয় ও আন্তর্জাতিক উপাত্ত বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসার কথা জানালেন কোরিয়ান রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের (কেসিডিসি) উপপরিচালক কুওন জুন-উক।
কোভিড সংক্রমণের প্রকৃত হার বের করতে জনগণের মধ্যে দৈবচয়নের ভিত্তিতে এন্টিবডি টেস্ট করা শুরু দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ করেছে। এতে ৬ হাজার লোকের রক্ত পরীক্ষা করা হবে।
এ পর্যন্ত দেড় হাজার লোকের রক্ত পরীক্ষা করে কর্মকর্তারা দেখতে পেয়েছেন, তাদের মধ্যে ০.১ শতাংশের দেহে করোনার এন্টিবডি তৈরি হয়েছে। এ থেকে মনে হতে পারে যে দক্ষিণ কোরিয়ায় ৫০ হাজার লোকের করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। কিন্তু বাস্তবে দেশটিতে মাত্র ১২ হাজার ৮০০ জনের পরীক্ষার মাধ্যমে কোভিড পজিটিভ বলে শনাক্ত হয়েছে।
তবে কেসিডিসি এটাও বলেছে যে এগুলো তাদের গবেষণার প্রাথমিক ফল মাত্র, এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায় না।