1. nirjoncomputer@gmail.com : Alamgir Jony : Alamgir Jony
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২০, ০৪:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৪৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে এখন ৩০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বুধবার দিন শেষে ৩০ লাখ ৫৪ হাজার ৬৫০ জনের করোনা পজিটিভ হয়েছে। মঙ্গলবার একদিনে আক্রান্তের হিসাবে আগের সব রেকর্ড ভেঙেছে। দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ৩২ হাজার।

সংক্রমণের এই বিস্ফোরণের মধ্যেই স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান খোলার পরিকল্পনা করছে হোয়াইট হাউজ।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, যিনি হোয়াইট হাউজ করোনাভাইরাস টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। করোনার বিধিনিষেধ ‘খুব কঠোর’ হওয়া উচিত নয় বলেছেন তিনি।

মহামারির মধ্যেও আমেরিকা ‘ভালো অবস্থায়’ আছে, মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যে সায় দিয়েছেন পেন্স।

ওইদিনই একদিনে ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে। ২ জুলাই ৫৫ হাজার ২২০ জন আক্রান্তের রেকর্ড ভেঙেছে।

বিশেষ করে ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে একদিনে ১০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। এমন অবস্থায় ট্রাম্প-পেন্স তৃপ্তির ঢেকুর তুললেও শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি বলেছেন, প্রথম দফায় সংক্রমণে এখনও ‘হাঁটুপানিতে’ আছে যুক্তরাষ্ট্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com