1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ অপরাহ্ন

আসামে বন্যায় ৮৫ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসামে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। বন্যা কবলিত হয়ে পড়েছে ৩৩ লাখ মানুষ। রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮৫ তে পৌঁছেছে।

বুধবার ইকোনোমিক টাইমস জানিয়েছে, ব্রহ্মপুত্রসহ একাধিক নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৮টি জেলার বিস্তীর্ণ অংশ পানির তলায়। এসব অঞ্চলের ৩৩ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

মঙ্গলবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছিল, বন্যার জেরে ৭৬ জনের মৃত্যু হয়েছে । বুধবার এই তালিকায় আরও ৯ জন যুক্ত হওয়ায় মোট মৃতের সংখ্যা এখন ৮৫।  এ পর্যন্ত প্রায় ২০ হাজার মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, ১২৬টি রিলিফ ক্যাম্পে ২২ হাজার ৩০০ বন্যা কবলিত মানুষ সব কিছু খুইয়ে আশ্রয় নিয়েছেন। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের স্থান কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে অন্তত ৫১টি প্রাণি মারা গেছে। ১০২টি প্রাণিকে উদ্ধার করা হয়েছে। বনের কিছু বাঘ ও গণ্ডার আশেপাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com