আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলের লেক ভ্যান হ্রদে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। প্রায় তিন সপ্তাহের তল্লাশি অভিযান শেষে বৃহস্পতিবার স্থানীয় সরকারের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু বলেছেন, গত ২৭ জুন লেক ভ্যানে ডুবে যাওয়া নৌকায় অন্তত ৫৫ থেকে ৬০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই নৌকাডুবির ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গত বছরের ডিসেম্বরে এই হ্রদে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকাডুবিতে অন্তত সাতজনের প্রাণহানি ঘটে। এছাড়া নৌকাডুবির এই ঘটনায় উদ্ধার করা হয় ৬৪ জনকে।
২০১৫ সালে তুরস্ক থেকে গ্রিসে পৌঁছায় ১০ লাখের বেশি অভিবাসনপ্রত্যাশী। যদিও তহবিলের বিনিময়ে অভিবাসনপ্রত্যাশীদের গ্রহণে আঙ্কারা রাজি হওয়ায় ২০১৬ সালে সেই সংখ্যা কমে যায়।