আন্তর্জাতিক ডেস্ক : সুদানের দক্ষিণ দারফুরে অজ্ঞাতনামা বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ২২ জন। শনিবার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় নেতারা এ তথ্য জানিয়েছেন।
নিমর নামে স্থানীয় এক নেতা জানিয়েছেন, ঘোড়া ও উটের ওপর সওয়ার হয়ে হামলাকারীরা এসেছিল। রাজ্যের রাজধানী নায়ালা থেকে ৫৬ মাইল দূরে উম দোস গ্রামে হামলাকারীরা এসে গুলি ছুঁড়তে শুরু করে।
এক প্রত্যক্ষদর্শী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মিলিশিয়া আমাদের ওপর হামলা চালিয়ে বহু বছর আগে জমি দখল করে নিয়েছিল। এখন তারা আমাদেরকে আমাদের বাড়ি ও খামার থেকে আবারও বের করে দিতে চায়। সরকার কোথায়? কেন তারা আমাদের রক্ষা করতে আসে না?’
সম্প্রতি উত্তর দারফুরে মিলিশিয়ারা সহিংসতা শুরু করলে ১৩ জুলাই সেখানে কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করে। এর পরই এই হামলার ঘটনা ঘটলো।
২০০৩ সালে দারফুরে খার্তুম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনারব বিচ্ছিন্নতাবাদীরা। এরপর থেকেই সেখানে সরকারি বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চলে আসছে।