আন্তর্জাতিক ডেস্ক : কোভিড রোগে গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির কারণে দেশটিতে এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ প্রাণহানি।
রাজ্য প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুস বলেছেন, মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। ভিক্টোরিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৭১ এবং অস্ট্রেলিয়ায় ১৫৫ জন।
নতুন করে এদিন আক্রান্ত হয়েছেন ৪৫৯ জন, টানা ২১ দিন ধরে শনাক্তের সংখ্যা তিন অঙ্কের ঘরে। রাজ্যে ২২৮ জন হাসপাতালে ভর্তি আছেন। ৪২ জন আইসিইউতে। অস্ট্রেলিয়ায় মোট আক্রান্ত ১৪ হাজার চারশর বেশি।
সংক্রমণ রোধে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন অ্যান্ড্রুস, ‘কিছু লোক অসুস্থবোধ করছে, তাদের মধ্যে লক্ষণও আছে এবং তারপরও কাজে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা শুধু দেখবো আক্রান্ত বেড়েই যাচ্ছে।’
একই দিনে রেকর্ড ৪৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজ্য নিউ সাউথ ওয়েলসে ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ১৪ জন।