হালুয়াঘাট (ময়মনসিংহ): “স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি, করোনার বিস্তার রোধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সমগ্র ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে একযোগে মাস্ক পরিধান ক্যাম্পেইন ও অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ রেজাউল করিমের নেতৃত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) তানভীর আহমেদ, পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবদুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম, সমবায় অফিসার সৈয়দ কামরুল হুদা, কৃষি অফিসার মাসুদুর রহমান, যুব উন্নয়ন অফিসার মোঃ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) শফিকুল ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ পৌর শহরের প্রধান প্রধান সড়কের পথচারীদের মাঝে মাস্ক বিতরণ, জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার উদাত্ত আহ্বান জানান।
– মুহাম্মদ মাসুদ রানা