নালিতাবাড়ী (শেরপুর) : ‘চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবী সংগঠন যুব কাফেলা অব বাংলাদেশ-এর পক্ষ থেকে স্থানীয় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদবস্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। এসময় অন্যান্যের মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ শহিদুল ইসলাম, উপদেষ্টা শাহিনুর ইসলাম শাহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক এমআরএইচ আব্দুর রুমান জানান, ঈদের আনন্দ অসহায়-গরীব মানুষের সাথে ভাগাভাগি করতেই আমাদের সাধ্যমত আমরা নতুন জামা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে ভবিষ্যতে আরো বেশি অসহায় মানুষের পাশে দাড়াতে পারি।