আন্তর্জাতিক ডেস্ক : রাতভর ভারী বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাই। বর্ষণের এ তীব্রতা বুধবারও (০৫ আগস্ট) অব্যাহত থাকতে পারে। এজন্য মুম্বাই ও পার্শ্ববর্তী জেলায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।
মঙ্গলবার (০৪ আগস্ট) সকালে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (০৩ আগস্ট) রাত ৮টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় মুম্বাইয়ে ২৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় উপশহরে ১৬২.৮৩ এবং ১৬২.২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা বুধবারও অব্যাহত থাকতে পারে।
মুম্বাই ছাড়াও মহারাষ্ট্রের থানে, পুনে, রাইগাদ এবং রত্নাগিরিতে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে জরুরি সেবা ছাড়া সব অফিস এদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে রাতভর ভারী বৃষ্টিপাতে গরিগাঁও, কিং সার্কেল, হিন্দমাতা, দাদার, শিবাজী চক, শেল কলনি, কুরাল এসটি ডিপোট, বান্দ্রা তালকিয়েস, সাইয়ন রোড ২৪-এ পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে। কোথাও কোথাও পানি কোমর ছাড়িয়েছে। এতে সকালে ঘর থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ।
ভারতের আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার মহারাষ্ট্রের উত্তরে তীব্র বাতাস বইতে পারে।
বর্ষা মৌসুমে মুম্বাইয়ের সড়কে পানি জমে যাওয়ার চিত্র নতুন নয়। জুন থেকে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত মৌসুমে ভারী বর্ষণে প্রায় সময়ই মুম্বাইবাসীকে জলাবদ্ধতায় নাকাল হতে হয়।