আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার সংগৃহীত উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার (৪ আগস্ট) বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে তা ৩.৩ মাত্রার ভূমিকম্পের সমান।
তবে তীব্রতার মাত্রা ৩.৩ হলেও তা সরাসরি একই মাত্রার ভূমিকম্পের সমতুল্য নয়।
কারণটা ব্যাখ্যা করেছেন জাতীয় ভূমিকম্প তথ্য কেন্দ্রের ভূ-পদার্থবিদ ডন ব্লেকম্যান। তিনি বলেছেন, বৈরুত বিস্ফোরণের মতো ভূপৃষ্ঠের বিস্ফোরণগুলো একই রকমের শক্তির ভূমিকম্পের মতো তীব্রতা উৎপন্ন করে না। এ ধরনের শক্তির বেশিরভাগই ছড়িয়ে পড়ে বাতাস ও ভবনে গিয়ে। তিনি বলেছেন, ‘এধরনের শক্তি মাটির শিলায় পর্যাপ্ত পরিমাণে সঞ্চিত হয় না।’
অর্থাৎ এ ধরনের বিস্ফোরণ যদি ভূগর্ভে ঘটতো তাহলে তীব্রতার মাত্রা আরও অনেক হতো।
বৈরুতের বন্দরের নিকটে ঘটে যাওয়া এই বিস্ফোরণের তীব্রতায় প্রায় চার হাজার মানুষ আহত হয়েছেন, মারা গেছেন সত্তরের বেশি লোক। বেশ কিছু ছবিতে রাস্তায় রক্তাক্ত বহু মানুষকে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন অফিস ও আবাসিক ভবনের দরজা-জানালার কাঁচের টুকরোও পড়ে ছিল রাস্তায়।