আন্তর্জাতিক ডেস্ক : আকস্মিক বিস্ফোরণে প্রকম্পিত হলো লেবাননের রাজধানী বৈরুত। প্রায় তিন হাজার লোক আহত ও অর্ধশত নিহত তো হয়েছেই, শহরজুড়ে শুধু ধ্বংসের চিহ্ন।
এমনকি রক্ষা পায়নি প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ও। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
মঙ্গলবারের বিস্ফোরণে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে লেবানিজ প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন বাবদা প্যালেসের। হলঘরের জানালা, প্রবেশপথের দরজাগুলো ভেঙে চুরমার হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ নিউজ বলছে, ‘প্যালেসের বেশ কয়েকটি দরজা ও জানালা ভেঙে পড়েছে। তবে কেউ আহত হননি।’
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় গ্র্যান্ড সেরাইলের ভেতরে তোলা ছবিতে ভবনের ক্ষয়ক্ষতি উঠে এসেছে। বিস্ফোরণস্থল থেকে প্রায় এক মাইল দূরে অবস্থিত ভবনটি।
বিস্ফোরণের পরপরই প্রধানমন্ত্রী হাসান দিয়াব এক বক্তব্যে বলেছেন, এই ঘটনায় দায়ী ব্যক্তিদের কোনোরকম ছাড় দেওয়া হবে না। জবাবদিহিতার পাশাপাশি কঠিন শাস্তি দেওয়ার হুঁশিয়ারি ছিল তার কণ্ঠে।