শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯০ তম জন্ম দিন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ওই ভিডিও কনফারেন্স দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল প্রমুখ।
এ সময় বিভিন্ন দপ্তরের অফিসার, সুশীল সমাজের প্রতিনিধি, আ’লী নেতা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা মহিলা বিষয়ক থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ ছয় জন মহিলাদের মাঝে সেলাই মেশিন ও চার জন অস্বচ্ছল দুস্থ মহিলাদের দুই হাজার টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান দেয়া হয়।