শেরপুর : শেরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিন উপলক্ষে শনিবার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দরিদ্র মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
জেলা প্রশাসক সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক।
এসময় ডিডি এলজি (উপসচিব) এটিএম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ১০ জন দরিদ্র মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এর আগে বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভায় অংশ নেন হুইপ, জেলা প্রশাসকসহ নেতৃবৃন্দ।