আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ। করোনাভাইরাসকে রোখার শক্তি নেই কারো। একমাত্র স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার মধ্য দিয়েই কেবল সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
অনেকে মনে করতেন যে একেক সিজন তথা মৌসুমে করোনা হয়তো ভিন্নরকম আচরণ করবে। কিন্তু সোমবার (১০ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে করোনা কোনো সিজন বা মৌসুম মানে না। সুতরাং করোনাভাইরাসের বিরুদ্ধে যে লড়াই সেটা থামানোর সুযোগ নেই। থামালে সেটা হিতে বিপরীত হয়ে দেখা দিতে পারে। খবর আল জাজিরার।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কার্যক্রমের প্রধান ডাক্তার মাইকেল রায়ান বলেছেন, ‘বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাস কোনো সিজনাল প্যাটার্ন মানছে না। সুতরাং স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিভিন্ন দেশের সরকার যদি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করে শিথিল করে তাহলে সেটা হবে বুমেরাং সিদ্ধান্ত। এখন পর্যন্ত যেটা পরিস্কার বোঝা যাচ্ছে সেটা হল— ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করতে হবে। যদি ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করা ছেড়ে দেন তাহলে সেটা হিতে বিপরীত হবে।’
ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে আহব্বান জানিয়েছেন ডা. মাইক রায়ান।