1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

মহিলাসহ তাবলীগ জামায়াতের আরো ১৭ জনকে বেনাপোল দিয়ে ফেরত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০
যশোর : করোনা ভাইরাসের কারনে ভারতে আটকে থাকা আরও ৮ মহিলা সহ তাবলীগ জামায়াতের ১৭ জনকে বেনাপোল দিয়ে ফেরত পাঠালো ভারত।
রবিবার রাত ৮টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেন।
ফেরত আসা ব‍্যক্তিরা ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের ১৪ দিনের জন্য ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাবলীগ জামায়াতের এসব সদস্যরা ভারতে ৪ মাস জেল খেটেছে বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, ২০২০ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ২৬৫ জন তাবলীগ জামায়াতের সদস্যরা পাসপোর্ট যোগে ভারতে যায়। এ সময় সারা বিশ্বসহ ভারতেও করোনার প্রদূর্ভাব দেখা দেয়। যে কারনে তারা দেশে ফেরত আসতে পারেনি। ফলে তারা ভারতে বিভিন্ন মসজিদে অবস্থান নেয়। এ সময় তাবলীগ জামায়াতের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় করোনা সংক্রমণ ছড়ানোর। পরে এ অভিযোগে ভারতের পুলিশ তাদের আটক করে হরিয়ানা জেল খানায় পাঠায়। সেখানে ভারতের একটি আদালত তাদের ৪ মাসের সাজা দেয়। ৪ মাস সাজার মেয়াদ শেষ হলে দুই দেশের রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার পর আইনি প্রক্রিয়া শেষ করে দ্বিতীয় চালানে রবিবার রাতে তারা দেশে ফিরে আসে।
এ ব্যাপারে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মহসিন খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ভারতে আটক তাবলীগ জামায়াতের ৮ মহিলাসহ ১৭ জনকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন ৯ আগষ্ট রবিবার রাত ৮টার সময় হস্তান্তর করেছে।
এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশনে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার আশরাফুজ্জামান জানান, ফেরত আসা তাবলীগ জামায়াতের সদস্যদের প্রাথমিক ভাবে শারীরিক পরীক্ষা করা হয়েছে। তিনি বলেন যেহেতু তারা দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন এলাকায় গনজমায়াতের মধ্যে ছিলেন। সে জন্য তাদের শরীওর করোনা ভাইরাস আছে কিনা তাই ১৪ দিনের জন্য সরকারী তত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com