মাসুদ রানা, স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। মঙ্গলবার (১১ আগস্ট) ফুলপুর-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাগুন্দা কুড়েরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা এগারোটার দিকে তারাকান্দা উপজেলার বাগুন্দা কুঁড়েরপাড় নামক স্থানে যাত্রীবাহী বাস শ্যামলী বাংলা পরিবহন ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম (৪৮) নামে একজন নিহত হন। আহত হন আরও দুইজন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আহত আরও একজনের মৃত্যু হয়। তবে তারাকান্দা থানা পুলিশ একজন নিহতের বিষয় নিশ্চিত করেছেন।
জানা গেছে, ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়ক সংস্কার হওয়ায় সম্প্রতি এ সড়কে দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে।