শেরপুর : শেরপুরে পৃথক ঘটনায় ৫ জনের অপমৃত্যু হয়েছে। শুক্র ও শনিবার (১৫ আগস্ট) শেরপুর সদর, ঝিনাইগাতি ও নকলা উপজেলায় পৃথক এসব ঘটনা ঘটে।
জানা গেছে, বিকেলে ঝিনাইগাতির বন্দভাটপাড়া গ্রামের শফিউদ্দিনের ছেলে ইয়াকুব (৩৫) গোসল শেষে বাড়ির আঙিনায় টাঙানো জিআই তারে ভেজা কাপড় শুকাতে যায়। এসময় বিদ্যুতায়িত হয়ে পড়লে সহোদর বড় ভাই ইউসুফ (৪৫) ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে এলে সেও বিদ্যুতায়িত হয়। পরে উভয়কে ঝিনাইগাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে শুক্রবার নকলা পৌরসভার দরিপাড়া মহল্লায় দিনমজুর গণি মিয়া (২৫) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। একই দিন শেরপুর সদর উপজেলার ছনকান্দা ও ঘুঘরাকান্দি গ্রামে গলায় ফাঁসি দিয়ে আত্মহতা করে আরও দুইজন।