শ্রীবরদী (শেরপুর) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদী সাব-রেজিস্টার কার্যালয়ের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সাব-রেজিস্ট্রার জুয়েল মিয়া, দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক নুরুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক আ: হাকিম, সাব-রেজিস্টার অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকগণ উপস্থিত ছিলেন।