নকলা (শেরপুর) : স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ তাঁতী লীগ শেরপুরের নকলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ‘কোরআন খানী, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ কোরআন খানী ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে তাঁতী লীগের সভাপতি আ. ছাত্তারের সভাপতিত্বে তরুণ আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান ফারুক এর সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি শেরপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য নালিতাবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা।
এছাড়াও অন্যান্যদের মাঝে শেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য, বঙ্গবন্ধু পরিষদ জেলা সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা সরকার গোলাম ফারুক, নকলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রহুল আমিনসহ ছাত্রলীগ নেতা আতিকুর রহমান মানিক, জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, রাজিবুল ইসলাম রাজীব, পিয়ার মুহাম্মদ বাবু, আবু হামযা কনক প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং অতিদ্রুত দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামিদের দেশে এনে রায় কার্যকর করার দাবি জানান। কোরআন খানী, দোয়া ও আলোচনা সভা শেষে আলহাজ্ব কৃষিবিদ বদিউজ্জামান বাদশার নেতৃত্বে এক শোক র্যালী নকলার প্রধান সড়ক পদক্ষিণ শেষে সুবর্ণখালী ব্রীজে গিয়ে শেষ হয়।