শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হকের চানের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্র্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এমপি ফজলুল হকের শ্রীবরদী টিএনটি রোডের বাস ভবনে শনিবার সকাল সাড়ে ১১টায় আ’লীগ নেতা মোহাম্মদ আলী লালের সভাপতিত্বে দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আলম তালুকদার, ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, সহ-সভাপতি ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা কৃষকলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম তালুকদার, সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন বনিজ, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম রোপন, সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, আ’লীগ নেতা আমিরুল ইসলামসহ আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।