ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় হতদরিদ্র পরিবারের মধ্যে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে এসব স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হয়। এসময় ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম উপস্থিত থেকে উপজেলার ১০০টি হতদরিদ্র পরিবারকে ওইসব স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মজিবর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএমএ ওয়ারেজ নাইম বলেন, সরকার সাধারণ মানুষের জন্য কাজ করছে। এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে হতদরিদ্র পরিবারের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্যানিটারি ল্যাট্রিন সামগ্রী বিতরণ করা হলো।
– মোহাম্মদ দুদু মল্লিক