1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অ্যাম্বুলেন্সের সঙ্গে বাসের সংঘর্ষ, পুড়ল লকারে থাকা ৫০টি ছাগল ভোরে আগুন দেওয়া হয়েছে আলিয়ার অস্থায়ী আদালতে, বকশীবাজার সড়ক অবরোধ ইউক্রেনে ভয়াবহ বোমা হামলা রাশিয়ার, নিহত অন্তত ১৩ ময়মনসিংহে কাওয়ালি অনুষ্ঠানে হামলা-ভাঙচুর, ভিডিও ভাইরাল শেরপুরে দোকানের ডিজিটাল সাইনবোর্ডে ‘বাংলাদেশ ছাত্রলীগ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’: দুইজন গ্রেফতার সাভারে অ্যাম্বুলেন্সে পেছন থেকে দুটি বাসের ধাক্কা, পুড়ে নিহত ৪ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি শুরু হচ্ছে : শিক্ষা উপদেষ্টা ‘সমন্বয়ক রাফির বিরুদ্ধে মিথ্যা নিউজ করে তা ডিলিট করে ক্ষমা চেয়েছে অনলাইন পোর্টাল’  পাকিস্তানে ধর্ষণের প্রতিশোধে বাবাকে পুড়িয়ে হত্যা, ২ কিশোরী গ্রেপ্তার পাহাড় থেকে অবৈধভাবে খনিজ সম্পদ উত্তোলন বন্ধে বন বিভাগের অভিযান

কলাপাড়ার বালিয়াতলী খেয়ায় সরকার নির্ধারিত ভাড়া আদায়, স্বস্তি

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়া থেকে সাগর কন্যা কুয়াকাটা যাওয়ার বিকল্প সড়ক হিসেবে পরিচিত বালিয়াতলী খেয়াঘাটে এবার অনেকদিন পর সরকার নির্ধারিত চার্টের ভাড়া অনুযায়ী চলছে।
কিছুদিন ধরে অতিরিক্ত ভাড়া আদায়ের বিভিন্ন অনিয়ম ও অভিযোগ সংবাদ মাধ্যম ও সোস্যাল মিডিয়ায় প্রকাশিত হলে প্রশাসনের হস্তক্ষেপে এখন চার্টের নির্ধারিত ভাড়ায় পারাপার হচ্ছে যাত্রীরা। কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে খেয়া পারাপারের সাধারন যাত্রীদের মাঝে। বর্তমান দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ও সময়ের সাথে তালমিলিয়ে চলতে কয়েক বছর আগে নির্ধারন করা চার্টের ভাড়া বৃদ্ধিকরনসহ ভাড়ার তালিকা পরিবর্তনের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন খেয়া ইজারাদার।
ইজারাদার জানান, খেয়া পারাপারের বর্তমান মূল্য তালিকা পরিবর্তন না করলে অর্থনৈতিক ক্ষতির সম্ভাবনা দেখছেন ইজারাদার কর্তৃপক্ষ। তাদের মতে, খেয়া পারাপারের বর্তমান মূল্য তালিকাটি ২০১৫-১৬ সালে করা হয়েছে। তখনকার সময়ে খেয়া পরিচালনা খরচ আর এখনকার খরচের মধ্যে অনেক ব্যবধান রয়েছে। ২০২০-২১ অর্থবছরে বালিয়াতলী খেয়া বাবদ ইজারাদারকে ভ্যাট ও আইডিসহ সরকারী কোষাগারে প্রায় ৯০ লক্ষ টাকা জমা দিতে হয়েছে। খেয়া পারাপারের জন্য ২টি বোর্ড ও লোকবলসহ বছরে প্রায় ১ কোটি ৫২ লক্ষ টাকা খরচ হয়। এসব মূলধন হিসেব করার পরে ব্যবসায়ের হিসাব কষতে হয় ইজারাদারকে। তদুপরি, নভেল করোনা প্রাদুর্ভাবের কারনে দীর্ঘদিন ধরে ক্ষতির ঘানি টানতে হয়েছে। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বাজার চাহিদার সাথে তালমিলিয়ে চলতে ভাড়ার তালিকাটি পরিবর্তন করা প্রয়োজন বলে তারা মনে করছেন।
স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বালিয়াতলী, লালুয়া, মিঠাগঞ্জ, ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়নের কয়েক হাজার মানুষ এ খেয়া দিয়ে প্রতিদিন উপজেলা শহরে যাতায়াত করে।এ পথ দিয়ে সাধারণ যাত্রীদের যাতায়তের জন্য সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রয়েছে। সে মূল্য তালিকার অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি গণমাধ্যম ও সোস্যাল মিডিয়ায় উঠে এলে বিষয়টি প্রশাসনের নজরে আসে। প্রশাসনের তদারকি ও তোপের মুখে সরকার নির্ধারিত ভাড়াতেই চলছে বালিয়াতলীর খেয়া। ন্যায্য ভাড়ায় খেয়া পারাপার করায় সাধারন যাত্রীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বালিয়াতলী ইউনিয়নের এক যাত্রী তুহিন জানান, প্রায় প্রতিদিনই এ খেয়া দিয়ে কলাপাড়া শহরে যাতায়ত করি। আগে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করত। তবে এখন ন্যায্য ভাড়া নেয়ায় আমরা অত্যান্ত খুশি। ধুলাসার থেকে আশা যাত্রী আসমা ও আনোয়ারা বেগম বলেন, এখনতো ভাড়া ঠিকমত নিচ্ছে। তবে এটা যেনো সবসময় বহাল থাকে আমরা এটা আশা করছি।
ইজারাদারের পক্ষে বালিয়াতলী খেয়া পরিচালনাকারী গাজী মো: মুছা বলেন, আমরা এখন সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া আদায় করছি। কিন্তু বর্তমান বাজার মূল্যের সাথে মিল রেখে আমরা চলতে পারছি না। কর্তৃপক্ষ ভাড়ার তালিকাটি সংষ্কার করে আমাদের চলার মত ব্যবস্থা করে দিবেন বলে আমরা আশা করছি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, সরকার নির্ধারিত বর্তমান চার্টের ভাড়ার বিষয়টি জেনেই তারা খেয়া ইজারা নিয়েছে। তাই নির্ধারিত এ ভাড়াতেই তাদের লোক পারাপার করতে হবে। খেয়া পারাপারের ভাড়া বৃদ্ধি করার কোন পরিকল্পনা আপাতত আমাদের নেই। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে তিনি জানান।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com