আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা সমুদ্রে ঝাপিয়ে পড়ে বিপদাপন্ন দুই নারীকে উদ্ধার করেছেন। সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল।
বর্তমানে পর্তুগালের ৭১ বছর বয়সী প্রেসিডেন্ট ছুটিতে গিয়েছেন আলগ্রেভেতে। সেখানে তিনি সমুদ্র সৈকতে বসে গায়ে রোদ লাগাচ্ছিলেন। হঠাৎ খেয়াল করলেন দুজন নারী যে ছোট্ট নৌকা নিয়ে জলে ভাসছিলেন তাদের নৌকাটি ডুবে গেছে। সমুদ্রের টানে তারা দুজন ভেসে যাচ্ছে। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সমুদ্রে ঝাপিয়ে পড়লেন পর্তুগালের প্রেসিডেন্ট। তিনি ও আরো একজন মিলে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসতে সহায়তা করেন।
তাদের উদ্ধার করার পর প্রেসিডেন্ট নারীদের সমুদ্রে সাঁতার কাটার সময় আরো সতর্ক থাকার আহব্বান জানান।
জানা গেছে বর্তমানে পর্তুগালের রাষ্ট্রপতি বিভিন্ন পর্যটন এলাকায় ছুটি কাটাচ্ছেন। এর মধ্য দিয়ে তিনি পর্যটন এলাকাগুলোকে প্রোমোট করছেন।
পর্তুগালের অর্থনীতি অনেকাংশে পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। মহামারি করোনাভাইরাসের কারণে যেটার ওপর মারাত্মক প্রভাব পড়েছে। তাইতো প্রেসিডেন্ট বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে ঘুরে ভ্রমণ পিপাসুদের দৃষ্টি আকর্ষণ করছেন।
পর্তুগালে প্রতি বছর ৩০ লাখ পর্যটক যায় ব্রিটেন থেকে।