ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে পঞ্চম শ্রেণীর স্কুল ছাত্রীকে (১২) ধর্ষণের কাজে সহযোগিতা করায় অভিযুক্তের মা ইলিয়াছ বেগম (৪৫) কে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাতীবান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ও ওই গ্রামের দিনমজুর হাবিবুর রহমানের কন্যাকে (১২) প্রতিবেশী আবু হাশেমের ছেলে আবু হুরাইয়া (১৬) গত ১২ আগস্ট বুধবার রাতে কৌশলে ডেকে বাড়ীর পেছনের একটি ঝোঁপে নিয়ে ধর্ষণ করে। এসময় ধর্ষিতার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে। তবে কৌশলে পালিয়ে যায় আবু হুরাইয়া। এলাকাবাসী ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অবশেষে ৫ দিন পর মেয়ের পিতা ৩ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ইলিয়াছ বেগম (৪৫) কে পুলিশ গ্রেফতার করে। আবু হুরাইয়া ওতার পিতা আবু হাশেম পলাতক রয়েছে।
– মোহাম্মদ দুদু মল্লিক