1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

টানা সাত দিন গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ আগস্ট, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় টানা সাত দিন বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান। হামাসের নজরদারি চৌকিকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, সীমান্ত দিয়ে হামাসের ফিলিস্তিনি জ্বলন্ত বেলুন হামলার জবাব দিতেই তারা আক্রমণ চালাচ্ছে।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, মঙ্গলবার (১৮ আগস্ট) এমন সময় বিমান হামলা হলো যখন সর্বশেষ সহিংসতা কমাতে এই অঞ্চলে সফর করছেন মিশরীয় নিরাপত্তা কর্মকর্তারা। ইসরায়েলি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘জঙ্গি বিমান ও (অন্য) বিমান দিয়ে গাজা উপত্যকায় হামাসের ভূগর্ভস্থ স্থাপনায় হামলা চালানো হচ্ছে।’

গাজা নিরাপত্তা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা বলছে, অঞ্চলের দক্ষিণে রাফা ও উত্তরে অবস্থিত বেইট লাহিয়ায় হামাসের চৌকিগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান।

এক সপ্তাহেরও বেশি সময় দুই অঞ্চলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইসরায়েলের অভিযোগ হামাস রকেট নিক্ষেপ করছে এবং জ্বলন্ত বেলুনে বিস্ফোরক ভরে তা সীমান্ত পার করছে।

এর জবাবে ইসরায়েল গাজা উপত্যকার সঙ্গে পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত খারেম আবু সালেম সীমান্ত বন্ধ করেছে, গাজা উপকূলে মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি রাতে টানা সাতদিন ধরে বিমান হামলা চালালো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com