নালিতাবাড়ী (শেরপুর) : স্থানীয় সংবাদকর্মীদের নিয়ে প্রশিক্ষণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের আমবাগানস্থ নিজ বাসভবনে প্রশিক্ষণমূলক এ আলোচনা করেন বিশিষ্ট সাংবাদিক নেতা মুঞ্জুরুল আহসান বুলবুল।
ঘণ্টাব্যাপী আলোচনায় তিনি সাংবাদিকতার বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে অবহিত করেন। এসময় নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সামেদুল ইসলাম তালুকদার, প্রেসক্লাব নালিতাবাড়ীর আহবায়ক লাল মোহাম্মদ শাহজাহান, সদস্য সচিব মুঞ্জুরুল আহসান, সাংবাদিক সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম তালুকদার, বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম, সাংবাদিক আমিনুল ইসলাম, মুক্তার হোসেন, জাফর আহমেদ, আজিনুর রহমান ও দৌলত হোসেন উপস্থিত ছিলেন।