নালিতাবাড়ী (শেরপুর) : ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। শুক্রবার (২১ আগস্ট) সকালে উত্তর বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক ফজলুল হক, আ’লীগ নেতা এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, উপজেলা যুবলীগের আহবায়ক হাজী জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খোকন, জেলা পরিষদ সদস্য বিল্লাল হোসেন চৌধুরী প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দলিল উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আছমত আরা আছমা, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সারোয়ার আহমেদ স্বপন, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, সিনিয়র সহসভাপতি প্রিন্সিপাল মুনীরুজ্জামান, সাবেক আ’লীগ নেতা আক্তারুজ্জামান, উপজেলা কৃষক লীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক, যুগ্মআহবায়ক হাজী আজাদ মিয়া, ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল, মিজানুর রহমান, আবুল কাশেম, উপজেলা মৎসজীবি লীগের আহবায়ক সাইফুল ইসলাম বিএসসি, যুগ্মআহবায়ক হারুণ-অর-রশিদসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।