শেরপুর: সন্ত্রাস বিরোধী সমাবেশে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউ এ ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় ৫ শতাধিক নেতাকর্মী আহত ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানেরসহ ২৪ জনকে হত্যার প্রতিবাদে প্রতিবাদী স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে শেরপুরে।
দিবসটি উপলক্ষে আজ (২১ আগস্ট) সকালে শেরপুর টাউন হলে বাংলাদেশ আওয়ামী লীগ, শেরপুর পৌর শাখার আয়োজনে এই প্রতিবাদী স্মরণসভা, আলোচনা ও দোয়া মাহ্ফিলে প্রধান অতিথি হিসেবে মোবাইল এর মাধ্যমে ঢাকা থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর পৌর শাখার সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম জিপি এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক এড সুব্রত কুমার দে ভানু, সাংগঠণিক সম্পাদক মোঃ আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোঃ লুৎফর রহমান নতুন, শ্রম বিষয়ক সম্পাদক আরিফ রেজা, উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা, সহ-প্রচার সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সদস্য অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম মুকুল, শেরপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মানিক দত্ত, হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি, শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সোয়েব হাসান শাকিল, জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।