মুহাম্মদ মাসুদ রানা, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বিয়ে করতে এসে বাসরের পরিবর্তে বর আব্দুস সালামের জায়গা হয়েছে শ্রীঘরে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে শহরের আকনপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বাল্যবিয়ের দায়ে ওই বরকে শ্রীঘরে পাঠান।
সূত্র জানায়, সাভারের আশুলিয়ার বাসিন্দা আব্দুস সালাম হালুয়াঘাট শহরের আকনপাড়ায় অপ্রাপ্তবয়স্ক এক কনেকে বিয়ে করতে আসেন শুক্রবার। দুপুরে এ বিষয়ে খবর পেয়ে হালুয়াঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বাল্যবিয়ে করতে আসায় বর আব্দুস সালামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত কর্তৃক বাল্যবিয়ের কুফল সম্পর্কে ধারণা দিলে উভয়পক্ষ বিয়ে বন্ধ করেন।