যশোর: যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইল এলাকা থেকে একটি হাং মোটরসাইকেলসহ ১২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাগআঁচড়া পুলিশ। তবে এসময় কাউকে আটক করতে পারেনি।
শনিবার (২২ আগস্ট) বিকেলে সাতমাইল এলাকা থেকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশের এসআই আনোয়ার আজিম গাড়ির পিছু নেয়। এসময় চালক বুঝতে পেরে সাতমাইল পশুহাটের কাছে রাস্তার ওপর গাড়ি ফেলে ভীড়ের ভেতর মিশে যায়।পরে গাড়ির ভেতর লুকিয়ে রাখা ১২৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।
তিনি আরো বলেন, আসামী ধরার প্রচেষ্টা চলছে। আটক মালামাল শার্শা থানায় জমা দেয়া হবে।