সুনামগঞ্জ : আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
শনিবার বিকেল চারটার দিকে উপজেলার বালিয়াঘাট নতুন বাজারে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা সংঘর্ষ গড়ায় বিকেল সাড়ে ৫টা অবধি।
উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বাসিন্দা জেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি আবুল খায়ের ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং ৫নং ওয়ার্ড ইউপি সদস্য একই গ্রামের অমৃতপুরের বাসিন্দা শফিকুল ইসলাম এ দুই নেতার সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দু’দফায় থানা ও ফাঁড়ি হতে পুলিশ ঘটনাস্থলে পৌছে এলোপাতারী লাটিচার্জ করলে সংঘর্ষে জড়িতরা সন্ধ্যা সাড়ে ৬ নাগাদ বাজার ছেড়ে চলে যায় বলে জানান, তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান।
এ সংঘর্ষের মুখে ওই বাজারের আতঙ্কিত ব্যবসায়ীরা সন্ধা ৭টা অবধি তাদের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।
তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, ফের সংঘর্ষের আশংকায় জনস্বার্থে উপজেলার বালিয়াঘাট বাজারে সন্ধার পর হতে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।