আমিরুল ইসলাম, নালিতাবাড়ী : শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় গণসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া মাকসিম।
জানা গেছে, আগামী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দোয়া এবং সমর্থন চেয়ে ইতিমধ্যে নির্বাচনি মাঠ চষে বেড়াচ্ছেন শহরের ঐতিহ্যবাহি সরকার বাড়ির সন্তান যুবদল নেতা গোলাম কিবরিয়া মাকসিম। এর আগে করোনা ভাইরাস সংকট সময়ে তিনি পৌর শহরের অসহায় ও গরীব ভোটারদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন। খোঁজ-খবর নেন দলীয় নেতাকর্মীসহ ভোটারদের। গোলাম কিবরিয়া মাকসিম মেয়র প্রার্থী হিসেবে কর্মী-সমর্থক আর ভোটারদের সাথে চালিয়ে যাচ্ছেন মতবিনিময়। দলীয় সমর্থন আর মনোনয়ন পেতে চেষ্টা-তদ্বির করছেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে, গোলাম কিবরিয়া মাকসিম বলেন, দল আমাকে মেয়র পদে মনোনয়ন দিলে এবং আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করলে ইনশাআল্লাহ জয়ের ব্যাপারে আশাবাদি। পাশাপাশি আমি নির্বাচিত হলে সবার সহযোগিতায় আধুনিক পৌরসভা গড়ে নাগরিক সুবিধা বৃদ্ধিসহ মাদক ও সন্ত্রাস নির্মুলে কাজ করব।