1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

মহিপুরে অসহায় পরিবারের ৩০বছর আগের বন্দোবস্ত বাতিলের ষড়যন্ত্র

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার মহিপুর থানার অসহায় ভূমিহীন পরিবারের ৩০ বছর আগের ভূমিহীন বন্দোবস্তো প্রাপ্ত কার্ড বাতিলে মরিয়া হয়ে উঠেছে ভূমিদস্যু বাহিনী। বন্দোবস্ত গ্রহীতার নামে বিএস জরিপসহ হাল নাগাদ খাজনা দাখিলা থাকলেও অবৈধভাবে বন্দোবস্ত বাতিলের সুপারিশ করেছে উপজেলা ভূমি প্রশাসন। অভিযোগ রয়েছে, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বন্দোবস্তো কেসটি বাতিলের বিষয়ে কোন সিদ্ধান্ত না হলেও রহস্যজনকভাবে পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে বন্দোবস্ত কেসটি বাতিলের সুপারিশে তালিকাভূক্ত করে পাঠানো হয়েছে এবং সহযোগিতা করেছেন ভূমি অফিসের অতিউৎসাহী এক সার্ভেয়ার। অসহায় এ পরিবারের সম্পত্তি রক্ষায় সবার দ্বারে দ্বারে ঘুরছেন। বাতিলের সুপারিশের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছে পরিবারটি।
স্থানীয় সূত্রে জানা যায়, মহিপুরের শিববাড়িয়া মৌজার বিপিনপুর গ্রামের অসহায় ভূমিহীন মো: ছালেক হাওলাদার (৮৭) ও তার স্ত্রী মোসা: জয়নব বেগম (৭০) এর নামে ৪৮৭ কে/১৯৮৯-৯০ইং সালে বন্দোবস্ত কেসমূলে দেড় একর জমি বন্ধোবস্ত দেন পটুয়াখালী জেলা প্রশাসক। বন্দোবস্ত প্রাপ্তমূলে আলাদা দাগ খতিয়ান সৃজন করে ভূমি প্রশাসন। ওই জমিতে বাড়িঘর নির্মাণ করে ভোগদখলসহ সরকারী নিয়মানুসারে হালনাগাদ রেভিনিউ দিয়ে আসছে। দিয়ারা জরিপে দুটি আলাদা খতিয়ানে অর্ন্তভূক্ত করে ছালেক হাওলাদার ও তার স্ত্রী জয়নব বেগমের নামে বিএস জরিপও হয়েছে। যার বিএস খতিয়ান নং ১২২ ও ৭৯৮। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র ও থানা ঘোষণা হওয়ার পর বন্দোবস্তকৃত ওই জমির মূল্য বেড়ে যাওয়ায় লোলুপ দৃষ্টি পরে তারই আপন ছোট ভাই মো: নোয়াব হাওলাদারের। প্রচুর ধন-সম্পত্তির মালিক হওয়া সত্বেও বড় ভাইকে অর্ধেক জমি দলিল করে দিতে চাপ সৃষ্টি করে। এতে রাজি না হওয়ায় নানাভাবে হয়রানীসহ খুন-জখমের হুমকী প্রদান করতে থাকে। রাজি না হওয়ায় বন্দোবস্তো কেসটি বাতিলে জেলা প্রশাসক বরাবরে আবেদন করে। এ নিয়ে একাধিকবার উপজেলা ভূমি প্রশাসন তদন্ত করলেও বন্দোবস্ত কেসটি বাতিলের কোন কারন না থাকায় বাতিল করা হয়নি। এতে আরও ক্ষিপ্ত হয়ে নানাভাবে শারিরীক ও মানসিকভাবে চাপ সৃষ্টি করতে থাকে। ছালেক হাওলাদার ছোট ভাইয়ের নির্যাতন সহ্য করতে না পেরে উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা, কলাপাড়া ও মহিপুর থানায় এর প্রতিকার চেয়ে অভিযোগ দাখিল করেন। পারিবারিক বন্ধন টিকিয়ে রাখতে ছোট ভাইয়ের নামে কঠোর কোন আইনী পদক্ষেপ গ্রহণ করেননি তিনি। প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের চাপের মুখে কিছুদিন বিরত থাকলেও আবারও বন্দোবস্ত কেসটি বাতিলে ২০১৬ সালে জেলা প্রশাসন বরাবরে আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে উপজেলা ভূমি প্রশাসনের কাছে তদন্তের জন্য প্রেরণ করে। উপজেলা ভূমি প্রশাসনের সার্ভেয়ার কয়েক দফায় তদন্ত করে। সবশেষ সার্ভেয়ার আনসার উদ্দিনের সাথে যোগসাজসে বন্দোবস্ত কেসটি ২০১৯ সালের প্রথম দিকে আইনশৃঙ্খলা কমিটির সভায় তোলে। এসিল্যান্ড সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্ত আইনশৃঙ্খলা কমিটির সভায় এ বন্দোবস্তো বাতিলের কোন সিদ্ধান্ত ছাড়াই রহস্যজনকভাবে ২০২০ সালের ফ্রেরুয়ারীতে বন্দোবস্ত বাতিলে জেলা প্রশাসনের কাছে সুপারিশ করা হয়।
এ বিষয়ে ছালেক হাওলাদার বলেন, একমাত্র কন্যা সন্তানকে নিয়ে অসহায় জীবনযাপন করছেন তিনি। উপার্জন করার মতো তার পরিবারে কেউ নেই। বৃদ্ধ বয়সে এসে ছোট ভাইয়ের নির্যাতনে অতীষ্ঠ হয়ে উঠেছেন তিনি। জমি দলিল করে দিতে বারবার চাপ দিলে বাধ্য হয়ে তিনি উপজেলা প্রশাসন, কলাপাড়া ও মহিপুর থানাসহ বিভিন্ন ব্যক্তিদের দ্বারস্থ হয়ে এর সুরাহা পাননি। তাই জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার।
এ বিষয়ে কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য মেজবাহ উদ্দিন মাননু বলেন, বন্দোবস্তো কেসটি আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হলে তা বাতিলের কোন সিদ্ধান্ত হয়নি। এসিল্যান্ড নিজেই তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন এমন সিদ্ধান্ত গৃহিত হয়। বাতিলের কোন সিদ্ধান্ত না হলেও কিভাবে বন্দোবস্তো কেসটি বাতিলের সুপারিশের তালিকায় অর্ন্তভূক্ত করে জেলা প্রশানের কাছে পাঠানো হয়েছে তা তার বোধগম্য নয়।
উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা জগবন্ধু মন্ডল এ প্রতিবেদককে বলেন, ছালেক হাওলাদারের নামে বন্দোবস্তকৃত জমি বাতিলের সুপারিশের বিষয়ে তিনি অবগত নন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com