শেরপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঐতিহাসিক ৭ জুন ৬-দফা দিবস উপলক্ষে আয়োজিত “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙ্গালির মুক্তির সনদ ৬- দফা” বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতায় শেরপুরের পাঁচজন বিশেষ পুরস্কার পেয়েছেন।
এদের মধ্যে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার একই পরিবারের বাবা-মেয়ে ও ভাই-বোন এবং ঝিনাইগাতী উপজেলার এক ছাত্র বিশেষ পুরস্কার পেয়েছেন। তারা হলেন- শ্রীবরদী উপজেলার গিলগাছা গ্রামের বাসিন্দা আব্দুল কাদের ও তাঁর বোন অষ্টম শ্রেণীর মর্জিনা বেগম। শেরপুর পৌর শহরের কান্দাপাড়া মহল্লার অ্যাড. মো. গোলাম হক সরকার ও তাঁর মেয়ে চতুর্থ শ্রেণীর আফিফা তাসনিম অনি এবং ঝিনাইগাতীর শালচূড়া গ্রামের রফিকুল বারী সজিব।
বুধবার (২৬ আগস্ট) শেরপুরে বিশেষ পুরস্কার প্রাপ্ত পাঁচজনের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক আনার কলি মাহবুব পুরস্কার তুলে দেন। পুরস্কারের মধ্যে রয়েছে ১০ হাজার টাকার চেক ও প্রধানমন্ত্রী স্বাক্ষরিত একটি সনদ পত্র।
বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডিডিএলজি উপসচিব এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন, সিভিল সার্জন ডাঃ একেএম আনোয়ারুর রউফ, উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরল ইসলাম হিরো প্রমূখ।