ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুটি বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় সদর ইউনিয়নের দড়িকালিনগর গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়াও লুটপাটের অভিযোগ ওঠে হামলাকারীদের বিরুদ্ধে।
একই গ্রামের পাশ্ববর্তী জবিউল হকের ২০-২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল হুরমুজ আলীর বাড়িতে অতর্কিতে হামলা চালিয়ে মারপিট, ভাংচুর ও লুটপাট করে বলে জানা গেছে। আহতরা ঝিনাইগাতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় ৬ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী হুরমুজ আলী। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
– মোহাম্মদ দুদু মল্লিক