শ্রীবরদী (শেরপুর) : রাজস্ব খাতের আওতায় ২০২০-২১ অর্থ বছরের শেরপুরের শ্রীবরদীতে ৯টি জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে অভ্যন্তরীন জলাভূমি, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫৭.১৫ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশরফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা সরকার নাসিমা আখতার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সমিতির সদস্যবৃন্দ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, রাজস্ব খাতের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে অভ্যন্তরীন জলাভূমি, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৩৫৭.১৫ কেজি কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল এবং কালিবাউস) ১০-১৫ সেঃমিঃ আকারের মাছের পোনা অবমুক্ত কর্মসূচী বাস্তবায়ন করা হয়। উপজেলা পরিষদ চত্বর পুকুর, উত্তর ষাইট কাঁকড়া আবাসন কেন্দ্র পুকুর, কর্ণঝোড়া আবাসন কেন্দ্র পুকুর, জলমহল গুচ্ছ গ্রাম পুকুর, ডা. সিরাজুল হক এতিমখানা পুকুর, রহমানিয়া এতিমখানা পুকুর, বালিয়চন্ডী রজব মায়মুনা হামিয়া সুন্নাহ মাদ্রাসা পুকুর, অমৃতা ইন্দিলপুর দারুল মাদ্রাসা পুকুর এবং হালগড়া তাজবিদুল কুরআন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।