নালিতাবাড়ী (শেরপুর) : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর সার্বজনীন পূজা কমিটির প্রধান উপদেষ্টা সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব) সিআর দত্ত বীর উত্তম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নালিতাবাড়ী শহরের শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে বাংলাদেশ হিন্দ-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ উপজেলা এবং শহর শাখার আয়োজনে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পাঠ করেন পুরোহিত গৌরাঙ্গ আর্চয্য। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, নালিতাবাড়ী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেন চন্দ্র রায়, গোপাল জিউর মন্দিরের সভাপতি বাদল চন্দ্র সাহা, সহ-সভাপতি গণেশ চন্দ্র পাল, সাধারণ সম্পাদক সত্য সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ শহর শাখার সভাপতি পবন সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিবেক চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বিধান সরকার শিবু প্রমুখ উপস্থিত ছিলেন।