আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে দুইবার স্বাস্থ্য পরীক্ষা করতে হাসপাতালে গেছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। তাতে করে গুঞ্জন উঠেছে সরকার প্রধান হিসেবে এই মেয়াদ শেষ করতে পারবেন কিনা। এনিয়ে আজ শুক্রবার (২৮ আগস্ট) সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তিনি। তবে জাতীয় সংবাদমাধ্যম এনএইচকের বরাত দিয়ে জাপান টাইমস বলছে, পদত্যাগ করতে যাচ্ছেন অ্যাবে।
ক্ষমতাসীন দলের কর্মকর্তারা বারবারই বলেছেন অ্যাবে সুস্থ আছেন। কিন্তু তার হাসপাতালে যাওয়াকে অনেকে সংশয়ের চোখে দেখেছেন। আগেরবার সাড়ে সাত ঘণ্টা ধরে হাসপাতালে ছিলেন তিনি। তবে বুধবার ফের হাসপাতালে যান অ্যাবে। তার সহযোগীরা জানান, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট যাচাই করতে হাসপাতালে গেছেন তিনি।