আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারীতে প্রায় ছয় মাস ব্ন্ধ থাকার পর জর্ডান থেকে আন্তর্জাতিক রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে মঙ্গলবার থেকে দেশটির কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দিনে ছয়টি ফ্লাইট প্রাথমিকভাবে শুরু হবে বলে জানিয়েছে কর্মকর্তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে বুধবার (৯ সেপ্টেম্বর)।
এর আগে করোনা সংক্রমণ বৃদ্ধি ঠেকাতে, দেশটির সরকার জর্ডানের মূল বিমানবন্দর যা বাৎসরিক প্রায় নয় মিলিয়ন যাত্রীসেবা দেওয়া এ আঞ্চলিক কেন্দ্রটি বন্ধ করে দেয়।
তবে আপাদত গালফ, ইউরোপে ও অন্যান্য দেশগুলোতে থাকা প্রবাসী জর্ডানের নাগরিকদের জন্য এ বিমান বন্দর খুলে দেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের এ দেশটিতে এখন পর্যন্ত করোনায় দুই হাজার ৫৮১ জন আক্রান্ত ও ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।